ইরাকে বোমা হামলায় নিহত ১৮
দ্য রিপোর্ট ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে রবিবার একাধিক বোমা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ ও চিকিৎসকরা। দেশটির সরকার সুন্নি অধ্যুষিত ফাল্লুজা থেকে বিনাযুদ্ধে আল কায়েদা যোদ্ধাদের বিতাড়িত করার ঘোষণা দেওয়ার পর পরই এ হামলার ঘটনা ঘটল। খবর এনডিটিভির।
তবে এখনও কোনো গোষ্ঠী এ সব হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে, সুন্নি বিদ্রোহীরা এ হামলার সঙ্গে সম্পৃক্ত।
দেশটির পুলিশ ও চিকিৎসক সূত্র জানায়, বাগদাদে প্রদেশের অ্যাল্লাউয়ি জেলার একটি বাস টার্মিনালে একটি কারবোমা বিস্ফোরিত হলে কমপক্ষে ৯ জন মারা যায়।
অপরদিকে বাগদাদ থেকে ১৭৫ কিলোমিটার উত্তরের শহর তাজ খুরমাতুরে একটি সুপার মার্কেটে পর পর দুটি বোমা বিস্ফোরণের ঘটনায় আরও ৫ জন নিহত হয়। এ ছাড়াও বাগদাদের অদূরে অপর একটি আত্মঘাতী বোমা হামলার ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ২৮ জন।
(দ্য রিপোর্ট/এআইএম/এমডি/শাহ/জানুয়ারি ১৩, ২০১৪)