এশিয়া-ইউরোপ সংযোগকারী রেলসুড়ঙ্গ উন্মুক্ত
দিরিপোর্ট২৪ ডেস্ক : বিশ্বে প্রথমবারের মতো নির্মিত এশিয়া ও ইউরোপ মহাদেশের সংযোগকারী রেলসুড়ঙ্গ উন্মুক্ত করলো তুরস্ক। এর মধ্য দিয়ে মঙ্গলবার প্রায় দেড়শ’ বছর আগের এক অটোমান সুলতানের স্বপ্ন বাস্তবায়ন করলো এরগোদান সরকার। খবর আলজাজিরা ও বিবিসির।
২০০৫ সালে শুরু হওয়া রাজধানী ইস্তাম্বুলের এ প্রকল্পটি মঙ্গলবার দেশটির ৯০তম স্বাধীনতা বার্ষিকীর দিনে উন্মুক্ত করা হলো।
রেল চলাচলের জন্য নির্মিত পুরো সুড়ঙ্গটির দৈর্ঘ্য ১৩.৬ কিলোমিটার ও গভীরতা ৫৫ মিটার। সুড়ঙ্গটির ১.৪ কিলোমিটার অংশ বসফরাস প্রণালীর নিচ দিয়ে গেছে। এ অংশটি ব্ল্যাক সি ও সি অব মারমারাকে একত্রিত করেছে।
তুরস্কের যোগাযোগমন্ত্রী বিনালি যিলদিরিম জানান, এ রেলপথটি ৯ রিখটার স্কেলের ভূমিকম্প সহনীয়। এ পথ দিয়ে প্রতিদিন প্রায় ১৫ লাখ মানুষ যাতায়াত করতে পারবে।
সুড়ঙ্গটি প্রধানমন্ত্রী রিসেপ তাইয়্যেপ এরগোদানের ব্যাপক উন্নয়ন পরিকল্পনারই একটি অংশ বলে জানিয়েছে দেশটির সরকার।
(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/অক্টোবর ২৯, ২০১৩)