দ্য রিপোর্ট প্রতিবেদক : কিরণ চন্দ্র রায় এবং চন্দনা মজুমদারের পৃথক দুটি অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান বুধবার বিকাল সাড়ে ৫টায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হবে। সোমবার সকালে বেঙ্গল ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শাহ আব্দুল করিমের গান নিয়ে চন্দনা মজুমদার বের করছেন ‘বসন্ত বাতাসে’ শিরোনামের অ্যালবাম। ফকির লালন সাঁই এর গান নিয়ে কিরণ চন্দ্র রায় বের করছেন ‘কোন কালে তোর হবে দিশে।’ বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত দুটি অডিও সিডির প্রকাশনা অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। প্রাথমিক পর্ব শেষে শিল্পীদ্বয় তাদের অ্যালবাম থেকে সঙ্গীত পরিবেশন করবেন। সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিচালনা করবেন অমিত বন্দ্যোপাধ্যায়।

কিরণ চন্দ্র রায়ের অ্যালবামে রয়েছে- ‘জানলি না মন কোথায় সে, আমার ঘরখানায় কে বিরাজ করে, আহা মরি মরি রে, বিষয় বিষে চঞ্চলা মন, গেল গেল এ ছার কুলো, কাল কাটালি কালের বশে, কে তোমারে এ বেশ ভুষণ, ওরে কপালের নাম, মনরে বোঝাইতে আমার, ব্যাঙা এক পিতলের কাছে’ গানগুলো।

শিল্পী চন্দনা মজুমদারের অ্যালবামে রয়েছে- ‘আমার বন্ধুরে কই পাব সখি, বসন্ত বাতাসে সই গো, এখন ভাবিলে কি হবে, আমি কুলহারা কলঙ্কিনী, গান গাইয়া আমার মনরে বুঝাই, কোন মেস্তুরী নাও বানাইল, যে গুণে বন্ধুরে পাব, কুলমান সঁপিলাম তোমারে, আমি কেমনে রাখিব তোর মন, দরদিয়া রে বন্ধু আমি তোমায়’ গানগুলো।

(দ্য রিপোর্ট/এমএ/শাহ/জানুয়ারি ১৩, ২০১৪)