শ্বাসকষ্টে ভুগছেন সুচিত্রা
কলকাতা প্রতিনিধি, দ্য রিপোর্ট : শ্বাসকষ্টে ভুগছেন কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন। রবিবার গভীর রাতে শ্বাসকষ্ট শুরু হয় তার।
সুচিত্রা সেন হাসপাতালের নার্স কেয়াকে ইশারায় বুকে ব্যথার কথা জানান। শ্বাসকষ্ট হচ্ছে অনুমান করে কেয়া ডাক্তারকে জানালে মেডিকেল টিমের দুই ডাক্তার দেখতে আসেন। এন্ডোট্র্যাকিয়াল টিউবের সাহায্যে তাকে অক্সিজেন দেওয়া সত্বেও কেন পুনরায় শ্বাসকষ্ট হচ্ছে- এ নিয়ে চিকিৎসকরা চিন্তিত।
রক্তে অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ জানতে সোমবার সুচিত্রা সেনের ব্লাড ও গ্যাস পরীক্ষা করা হবে। তারপরচিকিৎসকরা এন্ডোট্র্যাকিয়াল টিউব খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে কলকাতার বেলভ্যিউ হাসপাতাল সূত্রে জানা গেছে।
সুচিত্রা সেনের নিরাপত্তার কথা ভেবে হাসপাতালের বাইরে ও হাসপাতাল চত্বরে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। হাসপাতালের বাইরে তৈরি করা হয়েছে ব্যারিকেড আর সাংবাদিকদের জন্য এনক্লোজার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত শনিবার রাত থেকেই এ ব্যবস্থা নেওয়া হয়।
(দ্য রিপোর্ট/এসএম/এফএস/এমসি/এইচএসএম/শাহ/জানুয়ারি ১৩, ২০১৪)