মঙ্গলবার লেনদেন বন্ধ থাকবে
দ্য রিপোর্ট প্রতিবেদক : পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে লেনদনে বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
মহানবী হযরত মোহাম্মদ (সা.) ৫৭০ খৃস্টাব্দের ১২ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। এই দিনটি পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী হিসেবে পালিত হয়। এ দিন সরকারি ছুটির কারণে পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ১৪৩৫ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে ৩ জানুয়ারি শুক্রবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়েছে। সে মোতাবেক ১৪ জানুয়ারি, মঙ্গলবার সারাদেশে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) পালিত হবে।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/আরকে/জানুয়ারি ১৩, ২০১৪)