সাঈদীর আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি
দ্য রিপোর্ট প্রতিবেদক : জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আদালত।
প্রধান বিচারপতি মো. মোজ্জাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চে প্রায় পঞ্চাশ দিন পর সোমবার সাঈদীর মামলার আপিল শুনানি শুরু করেন।
শুনানি শেষে মামলার কার্যক্রম বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।
আদালতে ১৯তম দিনে সাঈদীর পক্ষে আপিল শুনানি করেন অ্যাডভোকেট এসএম শাহজাহান। তিনি সাঈদীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া ২৮তম সাক্ষী তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনকে জেরার অবশিষ্টাংশ আদালতে উপস্থাপন করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।
এর আগে গত বছরের ২৫ নভেম্বর সাঈদীর মামলার আপিল শুনানি হয়েছিল। পরে বিরোধী দলের হরতাল-অবরোধ ও শীতকালীন অবকাশের কারণে শুনানি অনুষ্ঠিত হয়নি।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায়ের বিরুদ্ধে গত বছরের ২৮ মার্চ আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ পৃথক দুটি আপিল (আপিল নম্বর : ৩৯ ও ৪০) দাখিল করেন।
গত বছরের ৩ এপ্রিল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনের সার-সংক্ষেপ জমা দেন রাষ্ট্রপক্ষ। ১৬ এপ্রিল সার-সংক্ষেপ জমা দেন আসামিপক্ষ।
(দ্য রিপোর্ট/এসএ/এনডিএস/সা/জানুয়ারি ১৩, ২০১৪)