সিলেট অফিস : সিলেটের জাফলংয়ে মাটি কাটার যন্ত্র ‘পেলুডার’ চাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। সোমবার বেলা পৌনে ২টায় গোয়াইনঘাটের জাফলং নকশিয়ারপুঞ্জির পেটুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হুসনে আরা (৩৭) সুনামগঞ্জ সদরের কান্দিগাঁওয়ের হাসমত আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোয়াইনঘাট উপজেলার জাফলং নকশিয়ারপুঞ্জির পেটুয়ায় গর্ত করে ওই নারী শ্রমিক পাথর উত্তোলন করছিলেন। বেলা পৌনে ২টায় গর্ত থেকে পেলুডারটি ওঠার সময় পাথর উত্তোলনের কাজে নিয়োজিত নারী শ্রমিক হুসনে আরাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

(দ্য রিপোর্ট/এমজে/এএস/সা/জানুয়ারি ১৩, ২০১৪)