বিওতে শেয়ার পাঠিয়েছে দুই কোম্পানি
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিনিয়োগকারীদের বিও হিসেবে বোনাস শেয়ার পাঠিয়েছে দুই কোম্পানি। কোম্পানি দুইটি হচ্ছে- ফুয়াং ফুড ও সিভিও পেট্রোক্যামিকেল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ফুওয়াং ফুড সোমবার এবং সিভিও পেট্রোক্যামিকেল রবিবার বিও হিসেবে বোনাস শেয়ার পাঠিয়েছে।
এর আগে গত ৩১ অক্টোবর সিভিও পেট্রোক্যামিকেল ২০১৩ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক এবং একই অর্থবছরের জন্য ফুওয়াং ফুড ২৮ অক্টোবর ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/সা/জানুয়ারি ১৩, ২০১৪)