ফিরলেন জায়েদ-সিনথিয়া
দ্য রিপোর্ট প্রতিবেদক : টানা বিশ দিন মালয়েশিয়ায় শুটিং করে দেশে ফিরলেন জায়েদ খান ও শাহজাদী সিনথিয়া। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘লাভ ইন মালয়েশিয়া’ চলচ্চিত্রের শুটিং করে শনিবার তারা দেশে ফিরেছেন।
চলচ্চিত্রটি নিয়ে পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, ‘এ পর্যন্ত ৪০-৫০ ভাগ শুটিং শেষ হয়েছে। এখন বাংলাদেশের শুটিং বাকি আছে। খুব শিগগিরই তা শুরু করব।’
মালয়েশিয়ায় শুটিং নিয়ে চিত্রনায়িকা সিনথিয়া বলেন, ‘গত বছরের ২৩ ডিসেম্বর মালয়েশিয়ায় গিয়েছি। আর এলাম ১১ জানুয়ারি। এর মধ্যে গান, শেষ দৃশ্যসহ অনেকগুলো দৃশ্যের কাজ করলাম। পুত্রজায়া, মালাক্কা, আমপাল পার্ক, পোর্ট ডিকসনে শুটিং হয়েছে।’
প্রেম ও সংঘাত নির্ভর ‘লাভ ইন মালয়েশিয়া’ চলচ্চিত্রটি জুহাইরা ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে। জায়েদ ও সিনথিয়া ছাড়া এই চলচ্চিত্রে অভিনয় করেছেন বিন্দিয়া, মিজু আহমেদ, অমিত হাসান, কাবিলাসহ আরও অনেকে।
(দ্য রিপোর্ট/আইএফ/সা/জানুয়ারি ১৩, ২০১৪)