সাড়ে ৮ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি
দ্য রিপোর্ট প্রতিবেদক : চলতি অর্থ বছরে প্রথম ৬ মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা রাজস্ব আদায় ঘাটতি হয়েছে। রাজনৈতিক অস্থিরতা ছাড়াও আরও কয়েকটি কারণে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন।
এনবিআর’এ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও নবনিযুক্ত অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানের আগমন উপলক্ষে সোমবার দুপুরে রাজস্ব ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন জানান, গত ডিসেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় সাড়ে ৮ হাজার কোটি টাকা কম হয়েছে। এর মধ্যে শুধু ডিসেম্বরে রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে ৩ হাজার কোটি টাকা।
তিনি জানান, রাজনৈতিক অস্থিরতা, বিশ্বমন্দা ও ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হওয়ার কারণে রাজস্ব আদায়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনবিআর’র সদস্য, কর্মকর্তা, বিভিন্ন কর অঞ্চলের কমিশনারবৃন্দ।
(দ্য রিপোর্ট/এএইচএস/এসবি/আরিকে/জানুয়ারি ১৩, ২০১৪)