মাস্টার্স ফাইনালে পাসের হার ৯৩.৮১%
দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০১০ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৮১ শতাংশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে মোট ১০১টি কলেজের ১ লাখ ৯ হাজার ৮৬৬ পরীক্ষার্থী মোট ৩০টি বিষয়ে এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন ১লাখ ৩ হাজার ৪৬৯ জন।
ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info এবং www.nu.edu.bd থেকে জানা যাবে। এ ছাড়াও যে কোন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu MF Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি ম্যাসেজে ফল জানা যাবে।
২০১০ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা গত জুন থেকে আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়।
(দ্য রিপোর্ট/আরএমএম/এনডিএস/জানুয়ারি ১৩, ২০১৪)