চাঁদপুরে শিশুর মৃতদেহ উদ্ধার
চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় নিখোঁজের ৪ দিন পর সোমবার রাব্বী (১২) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
কিশোর রাব্বী রান্ধুনীমুড়া ছৈয়াল বাড়ির জয়নালের ছেলে। সে রান্ধুনী মুড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম দ্য রিপোর্টকে জানান, ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি রাব্বী। পরদিন শুক্রবার হাজীগঞ্জ থানায় একটি ডায়েরি করেন তার বাবা।
কিশোরের বাবা জয়নাল আবেদীন কান্না জড়িত কণ্ঠে দ্য রিপোর্টকে জানান, নাস্তা খেতে বৃহস্পতিবার সকালে ছেলেকে ১০ টাকা দিয়েছিলাম। তারপর আর কোনো খোঁজ পাইনি।
(দ্য রিপোর্ট/এমবি/এমএইচও/এনডিএস/সা/জানুয়ারি ১৩, ২০১৪)