চাঁপাইনবাবগঞ্জে শিবিরের ককটেল হামলায় আ.লীগকর্মী আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে শিবিরের ককটেল হামলায় আহত হয়েছেন মাইনুল ইসলাম নামের এক আওয়ামী লীগকর্মী।
চাঁপাইনবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন দ্য রিপোর্টকে জানান, সদর আসনের এমপি আব্দুল ওদুদ শপথ গ্রহণ শেষে চাঁপাইনবাবগঞ্জে ফেরা উপলক্ষে সোমবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগ শহরে মোটরসাইকেল শোভাযাত্রা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এ সংবর্ধনা অনুষ্ঠান শেষে বেলা সাড়ে ১২টায় দিকে দলীয় কর্মীরা মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে শহরের শিবতলা মোড়ে শিবিরকর্মীরা ককটেল হামলা চালায়। এতে মাইনুল ইসলাম মাথায় ককটেলের স্প্লিন্টারের আঘাত পেয়ে মারাত্মক আহত হন।
আহতাবস্থায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
(দ্য রিপোর্ট/এএএন/এমএইচও/এনডিএস/সা/জানুয়ারি ১৩, ২০১৪)