‘সংখ্যালঘুদের ওপর হামলায় দোষীরা ধরা ছোঁয়ার বাইরে’
দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট’ এর আহ্বায়ক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী বলেন, সংখ্যালঘুদের দুর্ভাগ্য যে, সাম্প্রদায়িক নির্যাতনের জন্য একে অপরকে দায়ী করার ফলে দোষীরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।
‘দেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, জানমাল ও ইজ্জতের ওপর হামলা নির্মম অত্যাচারের বিরুদ্ধে’ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কক্ষে সোমবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, দুঃখ-বেদনা, যন্ত্রণা প্রত্যাশার মাঝে সাংবাদিকদের মাধ্যমে উপস্থাপন করছি। পাইনি কোনো প্রতিকার, সমস্যার হয়নি কোনো সমাধান। এখনও আমরা বর্বর নির্যাতনের শিকার হচ্ছি, জ্বলছি সাম্প্রদায়িকতার বিষবাষ্পে। ঘুরছি নিরাপদ আশ্রয়ের খোঁজে।
তিনি বলেন, আমরা কী মরতেই থাকব? জ্বলতেই থাকব? সহায়-সম্পদ ইজ্জত হারাতেই থাকব? শুধু বঞ্চিত হয়েই যাব দেশের সকল রাজনৈতিক দলের কাছে আমাদের প্রশ্ন।
আইনজীবী গৌতম চক্রবর্তী আরও বলেন- রামু, উখিয়া, পটিয়া, সাঁথিয়ার ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় জড়িতদের যদি কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি হত, তা হলে বর্তমান চলমান সাম্প্রদায়িক সহিংসতা নাও হতে পারত। সরকারের ব্যর্থতার কারণে বিচারের আশা নীরবে কাঁদছে।
চলমান নিষ্ঠুর সংখ্যালঘু নির্যাতন বন্ধে এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জন্য ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট’ ৫ দফা দাবি পেশ করেন।
তিনি আহ্বান জানিয়ে বলেন, সকল ধর্ম, বর্ণ, গোত্রের মানুষের কাছে আবেদন জানাচ্ছি ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। রক্ষা করুণ ধর্মীয় সংখ্যালঘুদের। দৃঢ় করুণ আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী ও নিতাই রায়চৌধুরী প্রমুখ আইনজীবী উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/এসএ/এপি/সা/জানুয়ারি ১৩, ২০১৪)