দ্য রিপোর্ট কূটনৈতিক প্রতিবেদক : আগামী সপ্তাহের মধ্যে পূর্ণ মন্ত্রী পাবে পররাষ্ট্র মন্ত্রণালয়। নতুন মন্ত্রিসভার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের কাছে সোমবার জানতে চাওয়া হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে প্রধানমন্ত্রীর কোনো বার্তা আছে কিনা। জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘নেক্সট উইকের মধ্যে আমরা ফুল-মন্ত্রী পাবো।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ৫ বছরের জন্য নির্বাচিত হয়েছি। সফলতার সঙ্গে মেয়াদ পূর্ণ করতে চাই। বিদেশি রাষ্ট্রগুলোর কাছেও আমরা বলব, এই সরকার ৫ বছরের জন্য নির্বাচিত হয়েছে।’

বিদেশিরা বলছে, ৫ জানুয়ারির নির্বাচন একতরফা হয়েছে। ওই নির্বাচনে ভোট পড়েনি। বিদেশিরা নতুন করে নিরপেক্ষ নির্বাচন চেয়েছে। এ জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ শুরুর আহ্বানও করেছে তারা।

এ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘জামায়াতের সঙ্গ ত্যাগ করে ও সহিংসতা বন্ধ করলে বিএনপির সঙ্গে আলোচনা করা হতে পারে। এ জন্য বিএনপিকেই আলোচনার পরিবেশ প্রস্তুত করতে হবে।’

(দ্য রিপোর্ট/জেআইএল/এসবি/আরকে/জানুয়ারি ১৩, ২০১৪)