ঠাণ্ডাজনিত রোগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্তকতা
দ্য রিপোর্ট ডেস্ক : ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে চারদিকে। বিশেষ করে শিশুরা আছে নানা রোগের ঝুঁকিতে। এ কারণে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয় জনগণকে নিন্মোক্ত বিষয়গুলোতে সর্তক থাকতে বলেছে-
১. অতিরিক্ত ঠাণ্ডায় শ্বাসনালি ও অন্ত্রের মারাত্বক সংক্রমণ হতে পারে।
২. শিশু ও বৃদ্ধদের এই সংক্রান্ত ঝুঁকি বেশি।
৩. শ্বাস নেওয়ার সময় বুকের নিচের অংশ ডেবে যাওয়া মারাত্বক শ্বাসনালির সংক্রমণের লক্ষণ।
৪. গরম কাপড় পরুন, শিশুকে গরম কাপড় পরিয়ে রাখুন। সুস্থ থাকুন।
৫. যাদের ঠাণ্ডাজনিত শ্বাসকষ্টের প্রবণতা রয়েছে তাদের ভ্রমণে নিরুৎসাহিত করা যাচ্ছে।
৬. ডায়রিয়া হলে বারে বারে খাবার স্যালাইন খাওয়ান এবং স্বাভাবিক খাবার চালু রাখুন।
৭. শ্বাসনালির সংক্রমণ বা ডায়রিয়া দেখা দিলে দ্রুত চিকিৎসক/হাসপাতালের শরণাপন্ন হোন।
(দ্য রিপোর্ট/ডব্লিউএস/জানুয়ারি ১৩, ২০১৪)