কুতুবদিয়ায় জামায়াত-পুলিশ-বিজিবি সংঘর্ষ, নিহত ৫
কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ধুরুংবাজারে জামায়াত-পুলিশ ও বিজিবি সংঘর্ষে ৪ জামায়াত কর্মী ও এক টেইলার্স কর্মী (দর্জি) নিহত হয়েছেন। এ ঘটনায় ১৫ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অর্ধশতাধিক।
মঙ্গলবার সন্ধ্যায় ধুরুংবাজারে সমাবেশের আয়োজন করে জামায়াত। মাগরিবের নামাজের সময় পুলিশ ও বিজিবি সদস্যরা মঞ্চ দখলে নেন। নামাজের পর জামায়াতের কর্মীরা সমাবেশ করতে আসলে এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।এতে উত্তর থুরুং ইউনিয়নের জামায়াত কর্মী আবু আহমদ (৫৫), লেমশাখালী ইউনিয়নের আজিজুর রহমান (২৮), তাজুল ইসলাম (৩০), টেইলার্স কর্মী পারভেজ (২৬) ও অজ্ঞাত পরিচয় একজন নিহত হন।
স্থানীয় সংসদ সদস্য ও জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আযাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে কুতুবদিয়া থানার ওসি জহিরুল ইসলাম খানকে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করছেন না।
(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ৩০, ২০১৩)