স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম দিনে আলোচনায় অস্ত্র
দ্য রিপোর্ট প্রতিবেদক : শপথ গ্রহণের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রথম কার্যদিবসে আলোচনায় ছিল বৈধ ও অবৈধ অস্ত্র। মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সোমবার সচিব ও অতিরিক্ত সচিবদের সঙ্গে দীর্ঘ সময় ধরে অস্ত্র, অস্ত্রের ব্যবহারনীতি ও লাইসেন্স নিয়ে আলোচনা করেন। শিগগিরই অস্ত্রের বিষয়ে একটি সুনির্দিষ্ট নির্দেশনা আসতে পারে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। নিজ চেয়ারে বসে প্রতিমন্ত্রী প্রথমে তার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলাপ করেন। এরপর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে বিভিন্ন কোম্পানির কাছে থাকা বৈধ অস্ত্রের ব্যবহারের বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে বসুন্ধরা গ্রুপের ভারি আগ্নেয়াস্ত্র ব্যবহারকারীদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হয়। কোম্পানির নামে লাইসেন্সকৃত অস্ত্র যারা ব্যবহার করবে তাদের একটি লিখিত অনুমতির নিয়ম চালু করার বিষয়েও আলোচনা হয়। এ লক্ষ্যে অল্প দিনের মধ্যেই গণমাধ্যমে একটি সার্কুলেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মঈন উদ্দিন খন্দকার বলেন, ‘প্রতিমন্ত্রী সকালে রাজারবাগ পুলিশ লাইন থেকে মন্ত্রণালয়ে আসেন। কার্যালয়ে তার সঙ্গে সচিবসহ অন্যান্য কর্মকর্তারা দেখা করেন। এ সময় তার সঙ্গে বৈধ অস্ত্র ও অবৈধ অস্ত্রের বিধানসহ মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে আগামীতে করণীয় নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে।’
(দ্য রিপোর্ট/কেজেএন/এসকে/ এনআই/জানুয়ারি ১৩, ২০১৪)