হতাশা থাকলেও নতুন সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র
দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশে নির্বাচন নিয়ে হতাশা থাকলেও নতুন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যারি হার্ফ সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
মেরি হার্ফ বলেন, আমরা বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে অবশ্যই কাজ করবো। কিন্তু নির্বাচনের বিষয়ে আমরা আগেই আমাদের হতাশার বিষয়টি বলেছি। আমাদের ধারণা, নির্বাচনে মানুষের মতামতের গ্রহণযোগ্য প্রতিফলন ঘটেনি। যেহেতু প্রায় সব আসনই ছিলো প্রতিদ্বন্দ্বিতাহীন কিংবা নামমাত্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ন। এ সম্পর্কে আমরা আমাদের অবস্থান আরও পরিষ্কার করবো।
(দ্য রিপোর্ট/ এমডি/ জানুয়ারি ১৪, ২০১৪)