দিরিপোর্ট২৬ ডেস্ক : কারাগারে থাকা ২৬ ফিলিস্তিনী বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। শান্তি প্রক্রিয়া চালুর অংশ হিসেবে যে চার ধাপে বন্দিদের মুক্তি দেয়া হবে বন্দিদের, এটি তার দ্বিতীয় ধাপ। খবর বিবিসির।

এদের মধ্যে ৫ জনকে গাজায় এবং বাকি ২১ জনকে পশ্চিম তীরে মুক্তি দেয়া হয়। তারা হত্যা মামলার আসামী হিসেবে সাজাপ্রাপ্ত ছিলেন।

মুক্তিপ্রাপ্ত ২৬ জন ফিলিস্তিনি ১৯ থেকে ২৮ বছর কারাগারে বন্দিজীবন কাটিয়েছেন।

গত আগস্ট মাসে ইসরাইল ও ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া এগিয়ে নেয়ার লক্ষ্যে সরাসরি আলোচনা শুরু করে। তারই ধারাবাহিকতায় এই বন্দিমুক্তি দেওয়া হচ্ছে।

(দিরিপোর্ট২৪/জেএম/অক্টোবর ৩০, ২০১৩)