‘কোনো মন্ত্রী আক্রান্ত সংখ্যালঘুদের কাছে যাননি’
দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর সবকিছুই ঠিকঠাক চলছে। কিন্তু সংখ্যালঘুদের জীবন ঠিক চলেনি। সংখ্যালঘুদের উপর আক্রমণের পর কোনো মন্ত্রী এখনো আক্রান্ত মানুষদের পরিদর্শনে যাননি।
তিনি সব দলের সমন্বয়ে সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
বিএনপির প্রতি আহ্বান জনিয়ে তিনি বলেন, আপনারা জামায়াতকে ছেড়ে আসুন। আলোচনার পথ খোলা আছে।
বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
(দ্য রিপোর্ট/ বিকে/ এমডি/ জানুয়ারি ১৪, ২০১৪)