দিরিপোর্ট২৪ প্রতিবেদক : নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে একাই স্বাগতিকদের জয় এনে দিয়েছেন পেসার রুবেল হোসেন। হ্যাটট্রিকসহ ছয় উইকেট নিয়ে কিউইদের ইনিংস ধসিয়ে দেন। সঙ্গে ভাগ বসিয়েছেন মাশরাফির ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডেও।

ডানহাতি এই পেসারের এমন পারফমেন্স অলৌকিক কিছু নয় বরং এটা তার প্রাপ্য ছিল বলে মনে করেন অধিনায়ক মুশফিকুর রহিম।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রুবেলকে পাশে রেখে মুশফিক বলেন, ‘এটা আসলে অলৌকিক কিছু না। এটা রুবেলের প্রাপ্য ছিল। গত দুই মাস ধরে রুবেল অসাধারণ বোলিং করছে। আমার মনে হয় ওই একমাত্র পেসার যে এক জায়গায় বার বার বল করেছে। ব্যাটসম্যানকে সমস্যায় ফেলতে পেরেছে। হয়তো অনেক সময় উইকেট পায়নি। আসলে ঘরোয়া ক্রিকেটে ওর আসল উন্নতিটা হয়েছে।’

বিকেএসপিতে প্রিমিয়ার লিগে ব্রাদার্সের বিপক্ষে গাজীর হয়ে হ্যাটট্রিক করেছিলেন রুবেল। কিন্তু পরদিন সংবাদমাধ্যমে সেটা প্রকাশ হয়নি। আজ গ্যালারি ভর্তি দর্শকের সামনে হ্যাটট্রিক করার ইচ্ছে ছিল কি না, সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হলে রুবেল বলেন, ‘আমি নিজেও জানি নাই যে আমি হ্যাটট্রিক করেছি। এ রকম স্বপ্ন তো সব বোলারেরই থাকে। আজ ভাল বল করেছি, আল্লাহ চেয়েছেন আর কপালে ছিল হয়ে গেছে।’

বৃষ্টির পর বল তুলে দেওয়ার সময় অধিনায়ক মুশফিকুর রহিম কি পরামর্শ দিয়েছিলেন জানতে চাওয়া হলে রুবেল বলেন, ‘আমাকে বলে ছিল, ভাল জায়গায় বল ফেলতে হবে। রান চেক দিতে হবে।

ম্যাচে আরেকটি মাইলফলক ছুঁয়েছেন রুবেল। দেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারের কৃতিত্ব ছিল মাশরাফির। ২৬ রানে ছয় উইকেট নিয়েছিলেন মাশরাফি আর একই রান খরচে ছয় উইকেট তুলে নিয়েছেন রুবেলও।

নিজের অনুভূতির কথা জানতে চাওয়া হলে ২৩ বছর বয়সী এ পেসার বলেন, ‘ব্যাপারটা আমার জন্য অনেক আনন্দদায়ক। একটা বড় টিমের বিপক্ষে এমন পারফরমেন্স করতে পেরেছি এটা আমার জন্য বড় বিষয়। ম্যাচে মাশরাফি ভাই আমাকে অনুপ্রাণিত করেছেন। তিনি বলেছিলেন, ‘তুই যেভাবে বল করছিস ভাল করছিস। সঠিক জায়গায় বল করছিস, স্লোয়ার, কার্টার মারছিস। এভাবে বল করলে তুই ৪-৫টা উইকেট পেতে পারিস।’

(দিরিপোর্ট২৪/সিজি/এমএআর/অক্টোবর ৩০, ২০১৩)