নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজুর রহমানসহ বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

নাশকতার পরিকল্পনা, বিভিন্ন সময় গাড়ি ভাঙচুরের অভিযোগ ও সহিংসতা এড়াতে তাদের আটক করা হয়।

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। আটকদের মধ্যে বিএনপির ৬ ও জামায়াতের ৩ জন নেতাকর্মী রয়েছেন। তাদের বিরুদ্ধে হরতাল-অবরোধে সহিংস ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সামাদ পিপিএম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এইউ/এফএস/ এমডি/জানুয়ারি ১৪, ২০১৪)