যশোর সংবাদদাতা : যশোরের অভয়নগর উপজেলার চাপাতলা মালোপাড়ায় নির্বাচনোত্তর সহিংসতাস্থল পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার।

তিনিসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুর্দশাগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বলেন, বাংলাদেশ আমাদের সকলের। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই বাস করি এবং যার যার ধর্ম আমরা সেভাবেই পালন করি।

তিনি হামলাকারীদের সংখ্যালঘু আখ্যা দিয়ে বলেন, ‘কেননা তারাই সংখ্যায় নগণ্য। আমরা জাতি হিসেবে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু বিশ্বাস করি না। যারা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, পুলিশ তাদের আটক করতে তৎপর। আর যতদিন তাদের আটক করা না যাবে, অভিযান ততদিন চলবে।’

তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, ইতোমধ্যে আটক একজন হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আরও একজন স্বীকার করবে।’

পরিদর্শনকালে পুলিশের মহাপরিদর্শক ক্ষতিগ্রস্ত ৫০ জনের হাতে একটি করে উপহার সামগ্রীর প্যাকেট তুলে দেন।

পরিদর্শনকালে তার সঙ্গে র‌্যাবের ডিজি মোখলেছুর রহমান, পুলিশের বিশেষ শাখার ডিজি জাভেদ পাটোয়ারী, পুলিশের ডিআইজি মনিরুজ্জামান, যশোরের পুলিশ সুপার জয়দেব ভদ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

৫ জানুয়ারি নির্বাচনের দিন সন্ধ্যায় দুর্বৃত্তরা চাপাতলা মালোপাড়ায় ২০-২৫টি বাড়িঘর, দোকানপাট ভাঙচুর, লুটপাট ও কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

ক্ষতিগ্রস্ত ওই এলাকা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা পরিদর্শন করেন।

২০ জানুয়ারি প্রধানমন্ত্রীর ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/জেএম/এমএআর/জানুয়ারি ১৪, ২০১৪)