পাবনা সংবাদদাতা : পাবনায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল, একটি .৩২ বোর রিভলবার, ১৩ রাউণ্ড গুলি, দুটি ম্যাগজিন ও একটি ছোড়া উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে এসব উদ্ধার করা হয়।

আটকেরা হলেন, সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আব্দুর রহিম প্রামানিকের ছেলে হেলাল প্রামানিক (২৫) ও আটঘরিয়া উপজেলার কুষ্টিয়াপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে আশরাফুজ্জামান জুয়েল (৩৬)।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এবিএম ফারুকুজ্জামান জানান, নাশকতার উদ্দেশে অস্ত্রসহ দুই যুবক তাদের বাড়িতে অবস্থান করছে এমন সংবাদ আসে। এর ভিত্তিতে সকাল ৯টায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/ এমডি/জানুয়ারি ১৪, ২০১৪)