কাবাডি দলকে ভিসাই দিল না ভারত
দ্য রিপোর্ট প্রতিবেদক : শেষ পযর্ন্ত ভারতের ভিসা মিলেনি বাংলাদেশ প্রমীলা কাবাডি দলের। তাই আমন্ত্রণমূলক প্রমীলা কাবাডিতে অংশ নেওয়া হচ্ছে না মালেকা-রুপালীদের। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ এসএমএ মান্নান।
ভারতের অন্ধ্রপ্রদেশ কাবাডি অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় মঙ্গলবার থেকে শুরু হবে আমন্ত্রণমূলক প্রমীলা কাবাডি। প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ দল রবিবার ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। রবিবার ও সোমবার ২ দিন ভারত অ্যাম্বাসিতে কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা বহুবার ধরনা দিলেও খেলোয়াড়দের ভিসা দেয়নি ভারত। এ বিষয়ে এসএমএ মান্নান বলেছেন, ‘গত রবিবার ভারত অ্যাম্বাসি থেকে আমাদের জানানো হয়েছিল তাদের ক্রীড়া মন্ত্রনালয় থেকে এ বিষয়ে কোনো চিঠি পায়নি। সোমবারও একই কথা বলেছে। শেষ পর্যন্ত কাউকে ভিসা দেয়নি।’
তিনি আরোও জানিয়েছেন, ‘এ নিয়ে অল ইন্ডিয়া কাবাডি ফেডারেশনের মুখপাত্র চতুর্বেদীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের নিরাস হতে বারণ করেছেন। আমন্ত্রণমূলক কাবাডিতে অংশ নিতে না পারলেও ভারত কাবাডি দলের সঙ্গে ৩ থেকে ৪টি প্রীতি ম্যাচ যাতে আমরা খেলতে পারি সে ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দিয়েছেন। এ নিয়ে আমরা নিজেদের মধ্যে একটা বৈঠক ডেকেছি। বৈঠক শেষে সব জানাতে পারবো।’
উল্লেখ্য, ২০১২ সালে ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত আমন্ত্রণমূলক বঙ্গবন্ধু কাপ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ প্রমীলা কাবাডি দল। প্রতিপক্ষ ছিল স্থানীয় পশ্চিমবঙ্গ কাবাডি দল।
(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/জানুয়ারি ১৪, ১০১৪)