সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান ও জামায়াত নেতা আব্দুল খালেকের বাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে উত্তেজিত জনতা। নওয়াপাড়া ইউনিয়নের কান্তা গ্রামে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে নাংলা গ্রামে যৌথবাহিনীর সঙ্গে শিবিরের গুলি বিনিময়ের ঘটনায় জামায়াতকর্মী আনারুল ইসলাম নিহত ও দেবহাটা থানার ওসিসহ কয়েকজন আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা দুপুরে চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে সাতক্ষীরায় চিকিৎসাধীন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, তিনি আব্দুল খালেকের বাড়ি ভাঙচুরের কথা শুনে সেখানে পুলিশ পাঠিয়েছেন।

(দ্য রিপোর্ট/এমআর/এনডিএস/জানুয়ারি ১৪, ২০১৪)