ফরিদপুরে তরুণীর মৃতদেহ উদ্ধার

ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুর ভাঙ্গায় মঙ্গলবার সকালে অজ্ঞাতপরিচয় এক তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সোনামউদ্দীন মেম্বারের বাড়ির পাশের একটি মুশুরি ক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাবাসী মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ফরিদপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এসএইচ/এফএস/জানুয়ারি ১৪, ২০১৪)