মংলা সংবাদদাতা : পূর্ব সুন্দরবনের চাদপাইরেঞ্জের শেলা নদীতে বনদস্যুদের সঙ্গে র‌্যাবের বন্দুকযুদ্ধে মর্তুজা বাহিনীর প্রধান মর্তুজাসহ দুজন নিহত হয়েছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

র‌্যাব-৮ এর সিও লে. কর্নেল ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পূর্ব সুন্দরবনের শেলা নদীতে র‌্যাব-৮ এর নিয়মিত টহলের সময় নদীসংলগ্ন বনের মধ্যে দস্যুদের আনাগোনা ও কথাবার্তার শব্দ শুনে র‌্যাব সদস্যরা বনের ভেতর প্রবেশ করে। এ সময় বনদস্যু মর্তুজা বাহিনী র‌্যাব সদস্যদের দেখামাত্র গুলি করলে র‌্যাবও পাল্টা গুলি চালায়। সকাল ৭টা ৫০মিনিটে শুরু হওয়া বন্দুকযুদ্ধ চলে ৮টা ২৫ মিনিট পর্যন্ত।

লে. কর্নেল ফরিদুল আরো জানান, উভয়পক্ষের মধ্যে এ সময় প্রায় ৩৩৫ রাউন্ড গুলিবিনিময় হয়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে বাহিনী প্রধান মর্তুজা ও সেকেন্ড ইন কমান্ড মোশারফ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। বাহিনীর অন্য সদস্যরা গভীর বনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা দেশি-বিদেশি ১৫টি আগ্নেয়াস্ত্র, ৫টি ধারালো অস্ত্র, ৩৯ রাউন্ড তাজা গুলি ও ১৯ হাজার ৬৭২ টাকা উদ্ধার করে।

নিহত দস্যু মর্তুজা ও মোশারফের বাড়ি মংলার জয়মনিরঘোল এলাকায়।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/অক্টোবর ৩০, ২০১৩)