বিডিআর হত্যা মামলার রায় ৫ নভেম্বর
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা হত্যা মামলার রায় ঘোষণা করা হবে ৫ নভেম্বর। মামলার বিচারক বুধবার এ তারিখ নির্ধারণ করেন।
বুধবার রায় ঘোষণার দিন নির্ধারিত থাকলেও মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল মঙ্গলবার জানান, নিরাপত্তাজনিত কারণে বুধবার রায় ঘোষণা হবে না।
এর আগে গত ২০ অক্টোবর পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে স্থাপিত তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এই মামলার সর্বশেষ যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এরপর ৩০ অক্টোবর বুধবার রায়ের তারিখ ঘোষণা করেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. মো. আখতারুজ্জামান।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দফতর রাজধানীর পিলখানায় কিছু বিপথগামী জওয়ান বিদ্রোহ ঘোষণা করেন। এতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান।
(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ৩০, ২০১৩)