চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২, পুলিশসহ আহত ৪
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের হালিশহরের বেড়িবাধ এলাকায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুজন ছিনতাইকারী মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের এক এএসআই ও তিন কনস্টেবল। বুধবার সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি এলজি ও একটি কিরিচ উদ্ধার করে পুলিশ।
নিহত দুইজন হলেন নাসির উদ্দিন (২৪) ও রাজিব (২৬)। তারা ছিনতাইকারী বলে দাবি করেছে পুলিশ।
নগর পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার জানান, বুধবার সকালে হালিশহর বেড়িবাঁধ এলাকায় পুলিশের নায়েক ফরিদুল ইসলাম হত্যা মামলার আসামিসহ একদল ছিনতাইকারী জড়ো হওয়ার খবর পেয়ে অভিযান শুরু করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়েগুলি ছুঁড়ে ছিনতাইকারীরা। পুলিশ তাদের প্রতিহত করতে পাল্টা আক্রমণ চালায়। উভয়পক্ষের মধ্যে প্রায় ১৫ মিনিটগোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে দুই ছিনতাইকারী নিহত হয়। বন্ধুকযুদ্ধে ডবলমুরিং এএসআই টিটনসহ আরো ৩ কনস্টেবল আহত হয়।
উপ-কমিশনার আরও জানান, তারা সোমবার রাতে খুন হওয়া পুলিশের নায়েক ফরিদুল ইসলাম হত্যা মামলার আসামি।
(দ্য রিপোর্ট/কেএইচএস/জেএম/জানুয়ারি ১৫, ২০১৪)