দ্য রিপোর্ট প্রতিবেদক: ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী নতুন পর্ষদের জন্য ১৪ জন স্বতন্ত্র পরিচালক মনোনয়ন দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। বুধবার সিএসইর বোর্ড সভায় সদস্যদের সম্মতিক্রমে এ অনুমোদন দেওয়া হয়। চট্টগ্রামের আগ্রাবাদে সিএসইর প্রধান কার্যালয়ে বুধবার বেলা ১২টায় সভা অনুষ্ঠিত হয়।

ডিমিউচ্যুয়ালাইজেশন আইন অনুসারে মনোনীত ১৪ জনের তালিকা ‍শিগগিরই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো হবে। এর মধ্য থেকে ৭ জনকে চূড়ান্ত অনুমোদন দেবে বিএসইসি। সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, ‘স্বতন্ত্র পরিচালক হিসেবে মনোনয়নের জন্য যে ১৪ জন প্রতিনিধির নাম বিএসইসিতে পাঠানো হবে তা জনসম্মুখে প্রকাশ করতে চাচ্ছি না। কারণ তারা বিভিন্ন পেশাদারি প্রতিষ্ঠানে সম্মানিত পদে কর্মরত আছেন।’



(দ্য রিপোর্ট/এনটি/ডব্লিউএন/জানুয়ারি ১৫, ২০১৪)