‘কংগ্রেস নয়, লড়াই হবে এএপি ও বিজেপির’
দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের আসন্ন লোকসভার নির্বাচনে কংগ্রেস নয় বরং আম আদমি পার্টি (এএপি) ও বিজেপির মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মন্তব্য করেছেন এএপির দিল্লি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বুধবারের করা ওই মন্তব্যে কংগ্রেস আগের মতো অবস্থানে নেই বলেও উল্লেখ করেন তিনি।
আগামী মে মাসে ভারতের লোকসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। এতে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে এতদিন ধরে ক্ষমতাসীন কংগ্রেস ও হিন্দুবাদী বিজেপিকে ধরা হতো। কিন্তু সম্প্রতি দিল্লিতে এএপির সরকার গঠনের পর দেশটির রাজনৈতিক হিসেব অনেকটাই পাল্টে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
দিল্লির মুখ্যমন্ত্রী তার মন্তব্যে বলেন, ‘দেশের জনগণের কাছে এখন দুটি দল পছন্দ। একদিকে বিজেপি অপরদিকে এএপি।’
তিনি আরও বলেন, বিজেপির নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও এএপির নেতাদেরকে জনগণ সৎ রাজনীতিবিদ হিসেবেই জানে।
প্রসঙ্গত, দিল্লির ক্ষমতা গ্রহণের পর দেশটির লোকসভা নির্বাচনের জন্য বিপুল সদস্য সংগ্রহ করেছে ভারতের জনপ্রিয় দল এএপি। ইতোমধ্যেই দলটিতে অনেক হাই-প্রোফাইল ব্যক্তিরাও যোগ দিয়েছেন।
(দ্য রিপোর্ট/এআইএম/জেএম/এএল/জানুয়ারি ১৫, ২০১৪)