ব্যক্তিগত বিষয়ে কথা বলতে ওঁলাদের অসম্মতি
দ্য রিপোর্ট ডেস্ক : ফ্রান্সের এক অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ককে ব্যক্তিগত হিসেবে উল্লেখ করে এ বিষয়ে কথা বলতে অসম্মতি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদ। খবর আলজাজিরা।
মঙ্গলবার ২০১৪ সালের নীতি পরিকল্পনা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সম্প্রতি আলোচিত অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে প্রশ্নের সম্মুখীন হন ওঁলাদ।
এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, ‘প্রত্যেকেই তার ব্যক্তিগত জীবন অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে পার করতে পারে। এটা আমাদের সমস্যা এবং তা খুবই পীড়াদায়ক মুহূর্ত।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ব্যক্তিগত সম্পর্কগুলো অবশ্যই ব্যক্তিপর্যায়ে মীমাংসা হবে। এই স্থান ও সময় কোনোটিই ওই আলোচনার জন্য যথাযথ নয়।’
প্রসঙ্গত, সম্প্রতি ফ্রান্সের একটি বিখ্যাত ম্যাগাজিন প্রকাশ করে যে, ৫৯ বছর বয়সী প্রেসিডেন্ট ওঁলাদ ৪১ বছর বয়সী অভিনেত্রী জুলিয়া গায়েটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এ খবরের পর ওঁলাদ তার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে বেশকিছু জটিলতার মধ্যে পড়েন।
(দ্য রিপোর্ট/এআইএম/জেএম/এএল/জানুয়ারি ১৫, ২০১৪)