দিরিপোর্ট২৪ ডেস্ক: মিসরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এ পর্যন্ত ৫১ জন নিহত এবং কমপক্ষে ২৪০ জন আহত হয়েছে। নিহতরা সবাই মুসলিম ব্রাদারহুডের কর্মী বলে দাবি করা হয়েছে। খবর বিবিসি ও আলজাজিরার।

এ ঘটনার পর কায়রো থেকে মুসলিম ব্রাদারহুডের ২০০-রও বেশি কর্মীকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী।

কায়রোর তাহরির স্কয়ারে ইসরায়েল কর্তৃক মিসর আক্রমণের ৪০ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানস্থলে মুসলিম ব্রাদারহুডের সমর্থকরাও একটি সমাবেশ আহ্বান করলে সেখানে সংঘর্ষের সৃষ্টি হয়। সেনাবাহিনী পরে তাদের হটিয়ে দেয়। সংঘর্ষ কায়রোর অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে।

মুরসি সমর্থকরা স্লোগান দিয়ে তাহরির স্কোয়ারে ঢোকার চেষ্টা করে। তারা জেনারেল সিসিকে হত্যাকারী বলে স্লোগান দিতে থাকে।

কায়রোতে সংঘর্ষের পর মুসলিম ব্রাদারহুডের সদস্যরা শহরের অন্যান্য অংশে এবং আলেকজান্দ্রিয়ায় বিক্ষোভ মিছিল করে। ওইসব স্থানেও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

মুসলিম ব্রাদারহুডের সদস্যরা নিরাপত্তা বাহিনীর আক্রমণাত্মক আচরণের তীব্র নিন্দা জানান।


তারেক নামে মুসলিম ব্রাদারহুডের একজন কর্মী যিনি সেনাবাহিনীর রিজার্ভ অফিসার ছিলেন তিনি বলেন, সেখানে যা করা হয়েছে তা সেনাবাহিনীর নীতির মধ্যে পড়ে না। মিসরের সেনাবাহিনী অন্যদেশের শত্রুর বিরুদ্ধে লড়বে, কিন্তু নিজের দেশের মানুষের বিরুদ্ধে কেন লড়বে?

গত জুলাইতে মিশরের সেনাবাহিনী তৎকালীন নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে হটিয়ে দেশটির ক্ষমতা দখল করে।

(দিরিপোর্ট২৪/এএস/এমডি/অক্টোবর ০৭, ২০১৩)