আবারও শিরোনামে জাস্টিন বিবার
দ্য রিপোর্ট ডেস্ক : খবরের শিরোনাম হওয়া যেন জাস্টিন বিবারের প্রতিদিনের কাজ। প্রায়ই তিনি কোন না কোন কাণ্ড ঘটিয়ে সংবাদের শিরোনাম হন। এই যেমন গত ৯ জানুয়ারি প্রতিবেশীর বাসায় ডিম ছোড়ে ঘটালেন এক লঙ্কাকাণ্ড। খবর রয়টার্স সংবাদ সংস্থার।
আর এ ঘটনার তদন্তে মঙ্গলবার রাত ৮টায় পুলিশ তার ক্যালিফোর্নিয়ার বাসা সার্চ করতে যায় এবং মদ্যপায়িত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ।
জানা যায়, এ সময় বিবার বাসায় ছিলেন না। পুলিশ তার বাসা ঘেরে রাখে। এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, সংঘটিত বিষয়ে বিবারকে এখনও কোন জিজ্ঞাসাবাদ বা অ্যারেস্ট করা হয়নি।
মূলত প্রতিবেশীর বাড়িতে ডিম ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ কোন প্রমাণ অথবা ভিডিও ফুটেজের তল্লাশেই পুলিশ তার বাসায় যায়।
মাত্র ১৫ বছর বয়সে খ্যাতি লাভ করা ক্যানাডিয়ান এ তারকার মিউজিক ক্যারিয়ারে ঘটে গেছে নানা ঘটনা। গত বছরও ব্যক্তি জীবনের প্রেম-বিচ্ছেদ নিয়ে তিনি ছিলেন আলোচনার শীর্ষে। চলতি বছরের শুরুতেই সাম্প্রতিক এ ঘটনা তার এ ধারার পুনরাবৃত্তি ঘটাবে বলে মনে করা হচ্ছে।
(দ্য রিপোর্ট/পিআর/এমসি/আরকে/জানুয়ারি ১৫, ২০১৪)