দ্য রিপোর্ট ডেস্ক : সম্প্রতি রাজনীতিবিদ নরেন্দ্র মোদির সঙ্গে বলিউড সুপারস্টার সালমান খানকে একসঙ্গে মধ্যাহ্নভোজ করতে দেখা যায়। চলতি মাসের ২৪ তারিখ সালমানের মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জয় হো’র প্রচারণার অংশ হিসেবেই মূলত এই সাক্ষাৎ। সোহেল খান পরিচালিত ‘জয় হো’ চলচ্চিত্রটির গল্পের প্রেক্ষাপটও রাজনীতি বিষয় নিয়ে।

বলিউড লাইফের প্রতিবেদন অনুযায়ী সালমান-মোদির এই সাক্ষাৎ চলচ্চিত্রটির গুরুত্ব বাড়াবে কয়েকগুণ। পাশাপাশি ব্যবসায়িক সাফল্যেও ভূমিকা রাখবে বলে মনে করছেন বলিউড সংশ্লিষ্টরা।

জানা যায় ‘সংক্রান্তি উৎসব’ উপলক্ষে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির বাসায় যান দাবাং খ্যাত সালমান খান। মধ্যাহ্নভোজ নিয়ে মোদি তার টুইটার পেজ-এ লিখেছেন, ‘সালমান খানের সঙ্গে মধ্যাহ্নভোজে ছিল আনধিউ। আনধিউ গুজরাটি মধ্যাহ্নে মাধুর্য বাড়ায়।’

সালমান সম্প্রতি দেওয়া তার প্রায় সব সাক্ষাৎকারেই রাজনীতি নিয়ে কথা বলছেন। এর আগে তিনি রাজনীতি নিয়ে তেমন কোনো বক্তব্য দেননি। সালমানের চলচ্চিত্রে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পৃক্ত থাকাতেই তিনি এমনটি করছেন। সালমান বলেন, ‘জয় হো ফিল্মের গল্পের অবস্থা ভয়াবহ। আমি এ ব্যাপারে দ্বিধাগ্রস্ত।

একজন ভালো রাজনীতিবিদ ও একজন মন্দ রাজনীতিবিদের বিষয়টি উঠে এসেছে এখানে। আমি আমার লক্ষ্যে পৌঁছুতে লড়াই করে যাই প্রতিনিয়ত আইনজীবিদের সঙ্গে, রাজনীতিবিদদের সঙ্গে নয়। আমাদের রাজনৈতিক কাঠামো নিয়ে এর আগেও চলচ্চিত্র নির্মিত হয়েছে। তবে, এই সিনেমায় দর্শক আমাকে নতুন ভূমিকায় দেখতে পাবেন।’

নরেন্দ্র মোদির উপস্থিতিতে সালমান খান মিডিয়াকে আরও জানান, ‘আপনারা সিনেমা ঘরে এসে জয় হো উপভোগ করুন। আশাকরি জয় হো আপনাদেরকে পুর্ণাঙ্গ বিনোদন দিতে পারবে।’ ‘জয় হো’ মুক্তি পাচ্ছে ভারতের প্রজাতন্ত্র দিবসে।

(দ্য রিপোর্ট/এআর/আরকে/জানুয়ারি ১৫, ২০১৪)