দ্য রিপোর্ট প্রতিবেদক : সময় নষ্ট না করে তাড়াতাড়ি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী।

জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার দুপুরে এক মানববন্ধনে এ আহ্বান জানান তিনি। মত প্রকাশের স্বাধীনতা, বন্ধ মিডিয়া খুলে দেওয়া, পেশাজীবী ও জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।

রুহুল আমিন গাজী বলেন, এই নির্বাচন একটি প্রহসন নির্বাচন। বাংলার মানুষ এই নির্বাচন মানে না। আর তা তারা প্রমাণ করেছে ভোটকেন্দ্রে না গিয়েই।

তিনি বলেন, ভোটারবিহীন নির্বাচন করে সাময়িক তৃপ্তি পাওয়া যায়। আপনারাও তাই পাচ্ছেন। কিন্তু বাংলাদেশের মানুষ বেশিদিন এই তৃপ্তি আপনাদের নিতে দিবে না।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ড. জাফুরুল্লাহ চৌধুরী, বিশিষ্ট চলচিত্রকার চাষী নজরুল ইসলাম প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএম/এসবি/আরকে/জানুয়ারি ১৫, ২০১৪)