যশোরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত
যশোর সংবাদদাতা : যশোরের খয়েরতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মাহবুব নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, যশোর-ঝিনাইদহ সড়কের খয়েরতলা এলাকায় কর্পোরাল মাহবুব সাইকেল চড়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ঝিনাইদহমুখী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাহবুবের মরদেহ সিএমএইচ এ নিয়ে যাওয়া হয়েছে।
(দ্য রিপোর্ট/জেএম/এফএস/এসবি/আরকে/জানুয়ারি ১৫, ২০১৪)