আগ্রহ বেড়েছে চ্যাটিং অ্যাপসে
দ্য রিপোর্ট ডেস্ক : মোবাইল জগতে বিপ্লব ঘটিয়ে দিয়েছে নানারকম অ্যাপস। চ্যাট থেকে শুরু করে ছবি তোলা, পোশাকের মাপ ঠিক করা- কত বৈচিত্র্যময় অ্যাপসই না আছে। এর সঙ্গে প্রতিদিন যুক্ত হচ্ছে আরও নতুন নতুন অ্যাপস। ভারি হচ্ছে মোবাইল। ফ্লুরি অ্যানালাইটিক্স তাদের এক গবেষণায় জানিয়েছে ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে অ্যাপসের ব্যবহার বেড়েছে ১১৫ ভাগ।
সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে মেসেজ পাঠানো ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপস। এর ব্যবহার বেড়েছে ২০৩ ভাগ। সবচেয়ে কম বেড়েছে সংবাদ বিষয়ক অ্যাপস। মাত্র ৩১ ভাগ।
দ্বিতীয় স্থানে রয়েছে ইউটিলিটি অ্যান্ড প্রোডাক্টটিভি অ্যাপস। এটি বেড়েছে ১৪৯ ভাগ। তৃতীয় স্থানে ওভারঅল অ্যাপস ১১৫ ভাগ। এরপরে রয়েছে মিউজিক মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট ৭৮ ভাগ, লাইফ স্টাইল অ্যান্ড শপিং ৭৭ ভাগ, গেইমস ৬৬ ভাগ, স্পোর্টস হেলথ অ্যান্ড ফিটনেস ৪৯ ভাগ।
(দ্য রিপোর্ট/ডব্লিউএস/আরকে/জানুয়ারি ১৫, ২০১৪)