দ্য রিপোর্ট ডেস্ক : কূটনীতিক হেনস্তার ঘটনায় এক মাসেরও বেশি সময় ধরে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন চলছে। এ অবস্থার পরিবর্তন করতে ভারত থেকে চুরি যাওয়া তিনটি মূর্তি ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্টের পক্ষ থেকে মঙ্গলবার ১.৫ মিলিয়ন ইউএস ডলার মূল্যের এ মুর্তিগুলো ভারতীয় কনস্যুলেট প্রধানের হাতে তুলে দেওয়া হয়েছে। মূর্তিগুলো পাচারকালে যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্টের সদস্যরা তা উদ্ধার করেছিল।

ভারতের কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের দেশে ফেরার মাত্র দুই দিনের মাথায় যুক্তরাষ্ট্র ভারতীয় কনস্যুলেটকে এ ‘উপহার’ দিল। এর আগে দেবযানীকে ভিসা জালিয়াতির দায়ে ব্যাপক হয়রানি করে যুক্তরাষ্ট্রের পুলিশ ও আদালত। এতে দুই দেশের সম্পর্কে সাময়িক টানাপোড়েন দেখা দেয়।

ভারতের কাছে ফেরত দেওয়া মূর্তিগুলো ২০০৯ সালে দেশটির বিভিন্ন মন্দির থেকে চুরি করা হয়েছিল। এর মধ্যে ৩৫০ পাউন্ড ওজনের বেলেপাথরের মূর্তিটি ছিল ইন্টারপোলের ১০টি মোস্ট ওয়ান্টেড তালিকার একটি।

(দ্য রিপোর্ট/এআইএম/এসকে/আরকে/জানুয়ারি ১৫, ২০১৪)