দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই)১৫ জানুয়ারি, বুধবার দর বাড়ার শীর্ষ-১০ কোম্পানির তালিকার প্রথমস্থানে উঠে এসেছে বিবিধ খাতের মিরাকল ইন্ডাস্ট্রিজ। এদিন এ শেয়ারের দর আগের দিনের চেয়ে ৭.৬২ শতাংশ বা ১.৭ টাকা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার অন্য কোম্পানিগুলোর মধ্যে যথাক্রমে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার দর বেড়েছে ৭.৪০ শতাংশ বা ১.৪ টাকা, প্রগতি লাইফের ৭.৪০ শতাংশ বা ১৩.৬ টাকা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৬.১২ শতাংশ বা ৪.৭ টাকা, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৫.১৭ শতাংশ বা ০.৩ টাকা, হাক্কানী পাল্পের ৫.০১ শতাংশ বা ১.৭ টাকা, ইনটেক অনলাইনের ৪.৭৯ শতাংশ বা ০.৮ টাকা, আইসিবির ৪.৭২ শতাংশ বা ৬৯.৭৫ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৪.৫৯ শতাংশ বা ১.৪ টাকা এবং রিলায়েন্স ওয়ানের ইউনিট দর বেড়েছে ৪.৫৪ শতাংশ বা ০.৪ টাকা।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/ এনআই/জানুয়ারি ১৫, ২০১৪)