ক্লাব কাপ হকিতে চ্যাম্পিয়ন ঊষা
দ্য রিপোর্ট প্রতিবেদক : ইউসিবি ক্লাব কাপ হকিতে শিরোপা ধরে রেখেছে ঊষা ক্রীড়া চক্র। ফাইনালে আবাহনীকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে পুরনো ঢাকার দলটি। গত আসরেও আবাহনীকে হারিয়ে শিরোপা উৎসব করেছিল তারা।
বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৪ মিনিটেই ফিল্ড গোল করে ঊষাকে এগিয়ে দিয়েছেন ফজলে হোসেন রাব্বি। একটি গোলেই শেষ হয়েছে প্রথমার্ধ। ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন মাইনুল ইসলাম কৌশিক। ৬৬ মিনিটে কৃষ্ণা কুমারের ফিল্ড গোলে ব্যবধান বেড়েছে (৩-০)। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে একটি গোল পরিশোধ করেছেন আবাহনীর পুস্কর ক্ষিসা মিমো।
দল চ্যাম্পিয়ন হওয়ায় খুশি ঊষার কোচ মামুনুর রশিদ। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, ‘বিজয় দিবস হকিতে ভালো খেলোয়াড় পাওয়া যায়নি। তাই সাফল্য আসেনি। এবার আগে-ভাগেই তৈরি ছিলাম। শিরোপা জিততে পেরে ভালো লাগছে।’
অন্যদিকে আবাহনীর কোচ মাহবুব হারুন জানিয়েছেন, ‘ছেলেরা অনেক মিস করেছে। তাই ফলাফল আমাদের দিকে আসেনি। দলে ৩ জন বিদেশী খেলোয়াড় আসছে। আমার লক্ষ্য এখন লিগ শিরোপা জেতা।’
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কৃত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব নূর মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালন মোহাম্মদ আলী, এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজিশ আলী খান এবং বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ।
(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/এনআই/জানুয়ারি ১৫, ২০১৪)