মোহনবাগান-মোহামেডানের গ্রুপে শেখ জামাল
দ্য রিপোর্ট প্রতিবেদক : আইএফএ শিল্ডে মোহনবাগান ও কলকাতা মোহামেডানের গ্রুপে পড়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ‘এ’ গ্রুপের অপর দল লাজং এফসি মেঘালয়। ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে ইস্টবেঙ্গল, দক্ষিণ কোরিয়ার বোসাং এফসি, সিঙ্গাপুরের গিলাং এফসি এবং কলকাতা ইউনাইটেড।
ফুটবল ইতিহাসের অন্যমত প্রাচীন এই প্রতিযোগিতায় শিরোপা জিততে বেশ আটঘাট বেধেই নেমেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এ টুর্নামেন্টের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে দলের ২ হাইতির ফরোয়ার্ড সনি নরদে ও মামুনুল ইসলামকে। আসরে অংশ নিতে ২৬ জানুয়ারি কলকাতার উদ্দেশে রওনা হবে ফেডারেশন কাপ জয়ীরা।
২৯ জানুয়ারি প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ইস্টবেঙ্গল ও বোসাং এফসি। দিনের অন্য ম্যাচে কলকাতা ইউনাইটেড খেলবে গিলাং এফসির বিপক্ষে। ৩০ জানুয়ারি বাংলাদেশ সময় বিকেল পৌঁনে ৪টায় বারাসাত স্টেডিয়ামে শেখ জামালের প্রথম প্রতিপক্ষ মোহবনাগান। ২ ফেব্রুয়ারি কলকাতা মোহামেডান ও ৫ ফেব্রুয়ারি লাজং এফসি মেঘালয়ের মুখোমুখি হবে গতবারের লিগ রানার্সআপরা। ২ গ্রুপের শীর্ষ ৪ দল ৮ ফেব্রুয়ারি সেমিফাইনালে অংশ নেবে। ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি।
(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/আরকে/জানুয়ারি ১৫, ২০১৪)