রিলায়েন্স ব্রোকারেজকে ১০ লাখ টাকা জরিমানা
দ্য রিপোর্ট প্রতিবেদক: সিকিউরিটিজ সংক্রান্ত নিয়মকানুন পরিপালন না করায় রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিসেস লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। বুধবার কমিশনের ৫০৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপিত্ততে এ তথ্য জানানো হয়েছে।
নিয়মিত পরিদর্শনে এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নলিখিত অভিযোগের প্রমাণ পায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ক. নন-মার্জিনেবল ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ প্রদান করার মাধ্যমে কমিশনের ডাইরেক্টিভ নং-এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/১৬৯ তাং ১০/১০/২০০৯ লংঘন;
খ. ডিলার হিসেবে মার্জিন ঋণ সুবিধা প্রদান করে শেয়ার লেনদেনের মাধ্যমে কমিশনের আদেশ নং এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/৫১ তাং ২২/০৭/২০১০ লংঘন;
গ. দেশবন্ধু পলিমার লিঃ ও সালভো কেমিক্যাল লিমিটেডের শেয়ারের ক্যাটাগরি পরির্তনের পরে ১ থেকে ৩০ দিনের মধ্যে মার্জিন ঋণ প্রদান নিষিদ্ধ হলেও মার্জিন ঋণ সুবিধা প্রদান করে শেয়ার লেনদেনের মাধ্যমে কমিশনের আদেশ নং- এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/১৬৯ তাং ০১/১০/২০০৯ লংঘন;
ঘ. রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড (করপোরেট ডাইরেক্টর অব রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিসেস লিমিটেড)কে মার্জিন ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে কমিশনের আদেশ নং-এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/৫১ তাং ২২/০৭/২০১০ লংঘন;
ঙ. নন মার্জিনেবল শেয়ারে (৪০-উর্ধ পিই রেশিও) মার্জিন ঋণ প্রদানের মাধ্যমে কমিশনের আদেশ নং- এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/৪২ তাং ১৫/০৬/২০১০ লংঘন;
চ. পাঁচ লাখ টাকার উপরে নগদ লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ রুলস ৮(সি)(আই) লংঘন;
ছ. অতিরিক্ত মার্জিন ঋণ সুবিধা প্রদান করে কমিশনের আদেশ নং-এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/৯২ তাং ১০/০১/২০১১ লংঘন;
জ. গ্রাহক হিসাব খোলার প্রথম ১৫ দিনের মধ্যে মার্জিন ঋণ প্রদান করার মাধ্যমে কমিশনের আদেশ নং- এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/৯০ তাং ৯/০১/২০১১ লংঘন;
ঝ. লিখিত প্রতিবেদন ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে মার্জিন ঋণ প্রদান করে নাই বলে উল্লেখ করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১০৬৯ এর সেকশন ১৮ লংঘন;
ঞ. কাস্টমার কনসোলিডেটেড ব্যাংক একাউন্টে ২ কোটি ২২ লাখ ৭১ হাজার ৩৭৯ টাকা ঘাটতির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭-এর রুল (৮এ) লংঘন;
উপরোক্ত সিকিউরিটিজ আইনসমূহ ভঙ্গ করায় কমিশন আজকের সভায় এ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/এনআই/জানুয়ারি ১৫, ২০১৪)