নারী শ্রমিক প্রেরণে রেকর্ড
দিরিপোর্ট২৪ ডেস্ক : দেশের অর্থনৈতিক অবদানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন প্রবাসী নারী শ্রমিকরা। দিন দিন বাড়ছে প্রবাসী নারী শ্রমিকের সংখ্যা। তারা রেমিটেন্সে রাখছেন বড় ধরনের অবদান। সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জানান, বর্তমান সরকারের আমলে রেকর্ড সংখ্যক নারী শ্রমিক বিদেশে গেছেন।
মন্ত্রী জানান, বর্তমান সরকারের সাড়ে ৪ বছরে আগের ৮ বছরের তুলনায় ৬৭ হাজার ২১ জন নারী শ্রমিক বেশি বিদেশে পাঠানো হয়েছে। তিনি বুধবার সংসদে সরকারি দলের সংসদ সদস্য পিনু খানের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত পুরুষ শ্রমিকের পাশাপাশি গৃহস্থালী ও টেক্সটাইল-গার্মেন্টস কাজে অভিজ্ঞ ১ লাখ ৫৪ হাজার ৫৯ জন নারী শ্রমিককে বিদেশে পাঠানো হয়েছে।
মন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সময়ে ৮৭ হাজার ৩৮ জন নারী শ্রমিক বিদেশে পাঠানো হয়েছিল।
মন্ত্রী জানান, ২০০৯ সালে পাঠানো হয়েছে ২২ হাজার ২২৪ জন, ২০১০ সালে পাঠানো হয়েছে ২৭ হাজার ৭০৬ জন, ২০১১ সালে পাঠানো হয়েছে ৩০ হাজার ৫৭৯ জন, ২০১২ সালে পাঠানো হয়েছে ৩৭ হাজার ৩০৪ জন এবং ২০১৩ সালের আগস্ট পর্যন্ত নারী শ্রমিক পাঠানো হয়েছে ৩৬ হাজার ২৪৬ জন।
(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/এমডি/অক্টোবর ৩০, ২০১৩)