এক লাখ বিদেশি কম্পিউটার হ্যাক করেছিল যুক্তরাষ্ট্র
দ্য রিপোর্ট ডেস্ক : গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় এক লাখ কম্পিউটার হ্যাক করেছিল যুক্তরাষ্ট্র। চীন ও রাশিয়ার সেনাবাহিনী, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য দল এবং সৌদি আরব, ভারত ও পাকিস্তানের বিভিন্ন সংস্থার কম্পিউটার এর অন্তর্ভুক্ত। খবর আল জাজিরার।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) ফাঁস হওয়া তথ্যের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য নিউ ইয়র্ক টাইমস গত মঙ্গলবার এ খবর প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, যে সকল কম্পিউটারে ইন্টারনেট সংযোগ নেই সেগুলোতে প্রবেশ করতে রেডিও টেকনোলজি ব্যবহার করেছে এনএসএ।
টাইমসের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংস্থাটি কয়েক বছর ধরে বিভিন্ন কম্পিউটারে অতি ক্ষুদ্র সার্কিট বোর্ড ঢুকিয়ে রেখেছিল। এই প্রযুক্তি তাদের ইন্টারনেট সংযোগবিহীন কম্পিউটার হ্যাক করতে সাহায্য করে।
এনএসএ এ গোয়েন্দাবৃত্তির নাম দিয়েছে ‘সক্রিয় প্রতিরক্ষা’।
তবে যথারীতি অন্যান্য অভিযোগের মতো এটাও অস্বীকার করেছে এনএসএ।
(দ্য রিপোর্ট/এসকে/ এনআই/জানুয়ারি ১৫, ২০১৪)