মোহামেডানের প্রথম জয়
দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২ ম্যাচ ড্রয়ের পর প্রথম জয়ের দেখা পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। বুধবার টিম বিজেএমসিকে ২-০ গোলে হারিয়েছে ঐতিহ্যবাহী দলটি। এ জয়ে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠেছে মোহামেডান। অন্যদিকে সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে বিজেএমসি।
চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারার মধ্যকার দিনের অপর ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে পেশাদার লিগের নতুন দল বারিধারা। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে রয়েছে চট্টগ্রাম আবাহনী।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে গুছিয়ে খেলেছে সাদাকালো শিবিরের ফুটবলাররা। কিন্তু আগের ২ ম্যাচের মতোই গোল মিসের মহড়া ছিল বিজেএমসির বিপক্ষে। সবমিলে ৬টি সহজ গোলের সুযোগ নষ্ট করেছে রুই ক্যাপেলা বাতিস্তার শিষ্যরা। ২০ মিনিটে ২০ গজ দূর থেকে মিশরিয় ফরোয়ার্ড মোস্তফা সাদিকের শট অসম্ভব দক্ষতার সঙ্গে বিজেএমসির গোলরক্ষক হিমেল ফিরিয়ে না দিলে তখনই গোল পেতে পারতো মোহামেডান। ২৭ মিনিটে আবারও সাদিক; এবার ওয়াহেদের ক্রসে আনমার্ক অবস্থায় থেকে গোলরক্ষকের হাতে তুলে দিয়েছেন এই ফরোয়ার্ড। পরের মিনিটে সাদা-কালোদের উৎসবের উপলক্ষ্য এনে দিয়েছেন ওয়াহেদ। জাহিদের লো-ক্রসে জালে জড়িয়েছেন এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে কাউন্টার অ্যাটাকে গিয়েছিল বিজেএমসি। কিন্তু একম্যাচ পর একাদশে ফিরেও জ্বলে উঠতে পারেননি গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা। আরও সুযোগ নষ্ঠ করেছেন আমিনুর রহমান সজীব। ৫২ ও ৬৪ মিনিটে আরও ২ বার ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করেছেন মোস্তফা ও হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। ৮২ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেছেন জাহিদ। বক্সে থেকে জাহিদের চিপ হিমেলের হাত ফসকে জালে জড়িয়েছে (২-০)।
এ জয়ে খুশি মোহামেডানের পর্তুগিজ কোচ রুই ক্যাপেলা বাতিস্তা। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, ‘দল জেতায় খুশি। খেলোয়াড়রা সব বিভাগেই ভালো খেলেছে। ধীরে ধীরে তাদের খেলায় উন্নতি হচ্ছে। তবে দলটাকে গোছাতে আমার আরও সপ্তাহ দুয়েক সময় লাগবে। ম্যাচের আগে খেলোয়াড়দের বলেছিলাম ইতিবাচক অথচ আগ্রাসী ফুটবল খেলতে। তা তারা মোটামুটি করতে পেরেছে। ম্যাচে তারা কমপক্ষে ১০টি গোল করার সুযোগ পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে পেরেছে মাত্র ২টি।’
অন্যদিকে ম্যাচ শেষে বিজেএমসির সহকারী কোচ আলী আকবর নাসির বলেছেন, ‘আগেও বলেছি দলে সমস্যা আছে। তবে এটা সাময়িক। ঠিক হয়ে যাবে। দলের পরিচালক আরিফ খান জয় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় ক্লাবের দিকে সেভাবে নজর দিতে পারেননি। ফলে দলে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। ক্লাব হয়ে পড়েছিল অভিভাবকবিহীন। এখন জয় ক্লাবকে সময় দেবেন। তিনি দায়িত্বশীল ব্যক্তি। আশা করছি আবারও জয়ের ধারায় ফিরবে বিজেএমসি।’
(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/আরকে/জানুয়ারি ১৫, ২০১৪)