খিলক্ষেতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের লাশ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় আফিয়ারুল ইসলাম তিয়াস (২০) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। খিলক্ষেত থানার নিকুঞ্জ ২, রোড নং ১১, ১৫নং বাসার তৃতীয় তলা থেকে বুধবার সকাল সাড়ে ১১টায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
তিয়াস মনোয়ারুল ইসলামের ছেলে। তার গ্রামের বাড়ি পাবনা সদরের নিমতলায়। তিনি বনানীর প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে ফারমাসিটিকেলে পড়াশুনা করতেন।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক কাজী রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফ্যানের সঙ্গে চাদর দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। তারা তিন বন্ধু মিলে একই সঙ্গে থাকতেন। মঙ্গলবার রাতে তিয়াস একাই ছিল বাসায়। বাড়ির মালিক মো. আলিম শিকদার সকাল ৬টার সময় তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিয়াসের বাম হাতে ব্লেডের কাটা দাগ রয়েছে। তবে তাকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি কাজী রবিউল।
(দ্য রিপোর্ট/এসআর/এফএস/ এনআই/জানুয়ারি ১৫, ২০১৪)