কলকাতা প্রতিনিধি : পশ্চিমবঙ্গের প্রশাসনিক কার্যালয় নবান্নে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে কড়াকড়ি আরোপ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার৷ এখন থেকে কার্যালয়ের প্রেস কর্নার ছাড়া অন্যত্র অবাধ যাতায়াত করতে পারবে না সাংবাদিকরা৷

নতুন নিয়ম অনুযায়ী মন্ত্রী, সচিবদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেও সংবাদমাধ্যম কর্মীদের বিশেষ অনুমতি নিতে হবে৷ নবান্নের ১৩ ও ১৪ তলায় যেতে হলে লাগবে আগাম অনুমতি। এক বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার এ নির্দেশ চালু করা হয়েছে৷

প্রসঙ্গত, ভবনটির ১৪ তলায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ১৩ তলায় বসেন বিভিন্ন দফতরের সচিবরা৷

এতদিন ১৩ ও ১৪ তলা থেকে সাংবাদিকরা খবর সংগ্রহ করতে পারতেন৷ কিন্তু এই বিজ্ঞপ্তির ফলে এখান থেকে সংবাদ সংগ্রহ বেশ কঠিন হয়ে গেল।

এদিকে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা জারির নিন্দা জানিয়েছে সাংবাদিকরা।

(দ্য রিপোর্ট/এসএম/এসকে/ এনআই/জানুয়ারি ১৫, ২০১৪)